রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি, ভুয়া পুলিশ আটক

আটক সুমন খন্দকার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশ পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশীর সময় সুমন খন্দকার নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস। গ্রেপ্তারকৃত সুমন খন্দকার (২১) উপজেলার দৌলতদিয়া ইউপির শাহাদাত মেম্বার পাড়ার সেকেন খন্দকারের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টায় উপজেলার দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া এলাকায় জিরো পয়েন্টের ঢাকা-খুলনা মহাসড়কের উপর পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি গাড়িতে তল্লাশি করছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। এসময় প্রতারক চক্রের আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে  ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করে জানায়, তারা কোন পুলিশ সদস্য নয়। পুলিশ পরিচয়ে গাড়ী সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী করে তারা। আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি, ভুয়া পুলিশ আটক

প্রকাশের সময় : ১০:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশ পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে তল্লাশীর সময় সুমন খন্দকার নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস। গ্রেপ্তারকৃত সুমন খন্দকার (২১) উপজেলার দৌলতদিয়া ইউপির শাহাদাত মেম্বার পাড়ার সেকেন খন্দকারের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টায় উপজেলার দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়া এলাকায় জিরো পয়েন্টের ঢাকা-খুলনা মহাসড়কের উপর পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি গাড়িতে তল্লাশি করছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে। এসময় প্রতারক চক্রের আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে  ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করে জানায়, তারা কোন পুলিশ সদস্য নয়। পুলিশ পরিচয়ে গাড়ী সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশী করে তারা। আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।