রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে চুরি হওয়া গরু উদ্ধার করল বিজিবি

চুরি হওয়া গরু উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরি হওয়া গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার (১৮ মার্চ) রাত ৮ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার ১ং পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের বাসিন্দা মইদাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মো: হাবিল উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি হয়।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসি চালায়। এসময় চোর চক্র গরুটি চুরি করে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করার  সময় সীমান্তে বিজিবির হাতে আটক হয়। চোর চক্রটি গরু রেখে কৌশলে পালিয়ে যায়। ময়দান বিওপি বিজিবি সদস্যগন গরুটিকে তাদের হেফাজতে নিয়ে নেয়।
খবর পেয়ে এলাকাবাসী ও গরুর মালিক ময়দান বিজিবি ক্যাম্পে যায়৷ গরুর মালিক সঠিক বর্ণনা দিলে ও পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর  ও এলাকা বাসীর উপস্থিতিতে গরুটি মালিকের কাছে গরুটি হস্তান্তর করে ময়দান বিওপি ক্যাম্পের সদস্যগন।
এ সময় বিজিবি জানায় তারা টহলরত অবস্থায় গরুটিকে অবৈধ ভারতীয় গরু ভেবে আটক করে এ সময় চোর চক্র পালিয়ে যায়। পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

ভূরুঙ্গামারীতে চুরি হওয়া গরু উদ্ধার করল বিজিবি

প্রকাশের সময় : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চুরি হওয়া গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার (১৮ মার্চ) রাত ৮ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার ১ং পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের বাসিন্দা মইদাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মো: হাবিল উদ্দিনের বাড়ি থেকে গরু চুরি হয়।
বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এলাকার বিভিন্ন জায়গায় তল্লাসি চালায়। এসময় চোর চক্র গরুটি চুরি করে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করার  সময় সীমান্তে বিজিবির হাতে আটক হয়। চোর চক্রটি গরু রেখে কৌশলে পালিয়ে যায়। ময়দান বিওপি বিজিবি সদস্যগন গরুটিকে তাদের হেফাজতে নিয়ে নেয়।
খবর পেয়ে এলাকাবাসী ও গরুর মালিক ময়দান বিজিবি ক্যাম্পে যায়৷ গরুর মালিক সঠিক বর্ণনা দিলে ও পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সবুর  ও এলাকা বাসীর উপস্থিতিতে গরুটি মালিকের কাছে গরুটি হস্তান্তর করে ময়দান বিওপি ক্যাম্পের সদস্যগন।
এ সময় বিজিবি জানায় তারা টহলরত অবস্থায় গরুটিকে অবৈধ ভারতীয় গরু ভেবে আটক করে এ সময় চোর চক্র পালিয়ে যায়। পাথরডুবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।