বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জিল্লুর রহমান শিমুল

যশোর প্রতিনিধি 

যশোরে চুরামনকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠী ইউনিয়নের গোবিলা গ্রামে।

নিহত শিমুল ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নিহতের ভাই রাকিব হোসেন গণমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নোংরা রাজনীতির শিকার তার ভাই। রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে আছে বলে জানান তিনি।

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৪:৫৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

যশোর প্রতিনিধি 

যশোরে চুরামনকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠী ইউনিয়নের গোবিলা গ্রামে।

নিহত শিমুল ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নিহতের ভাই রাকিব হোসেন গণমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নোংরা রাজনীতির শিকার তার ভাই। রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে আছে বলে জানান তিনি।