
মেহেদী হাসান, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ই মার্চ) সকালে তোপধ্বনির মাধ্যমের দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কুল, কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা প্রশানসের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব বীর-মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রহমান মিয়া ,উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন , উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ।
মেহেদী হাসান, রাজবাড়ী 







































