
প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জ চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে আয়মুনা বেগম (৪০) নামে ৬ সন্তানের জননী খুন হয়েছেন। পুলিশ ঘাতক স্বামী আছকির মিয়াকে (৪৫) আটক করেছে। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে উপজেলার রামশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়মুনার বড় ছেলে কামরুল মিয়া জানান, প্রায়ই তার মা বাবার মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার বিকালে একইভাবে ঝগড়া হলে বাবা আসকির মিয়া মায়ের গলায় চাপ দিয়ে ধরেন। কিছুক্ষণ পর ছেড়ে দিলে মা জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন নেতৃত্বে একদল পুলিশ আয়মুনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর স্বামী আসকির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি হবিগঞ্জ 






































