সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রতীকী ছবি

প্রতিনিধি গাজীপুর 

গাজীপুরের কাপাসিয়ার গরু চোর সন্দেহে অজ্ঞাত দুই যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত ২ টার দিকে অজ্ঞাত চার যুবক এলাকায় ঘুরাঘুরি করছিলো। এ সময় তারা গ্রামের লোকজনের কাছে প্রশ্নের সন্মুখীন হন। পরিচয় জানতে চাইলে ছোটাছুটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে চোর সন্দেহে গণপিটুনিতে দু’জন মারা যান। বাকি দু’জন পালিয়ে যান।

জানা যায়, গত মঙ্গলবার রাতে নামিলা গ্রামের ছামাদ মিয়ার গরু চুরি হয়। একইভাবে উপজেলার অনেক কৃষকের গোয়াল ঘর থেকে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকার লোকজন সচেতনতা তৈরি করে।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ঘুরাঘুরি করার সময় উত্তেজিত জনতার হাতে চোর সন্দেহে ওই দুই জনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। তাদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাত তিনটার দিকে একই গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন ও প্রতিবেশি কৃষক আক্কাস আলীর ছেলে কৃষক আবুল কাশেম মিয়ার বাড়ি থেকে ৪ গরু চুরির এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার সিংহশ্রী ক্যাম্প ইনচার্জ এসআই ইকরামুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোয়াল ঘরে তালা ছিলো না।

ইউপি সদস্য রাবেয়া খাতুনের স্বামী তারা মিয়া জানান, গরু চুরি হওয়ার পর রাবেয়া খাতুন অসুস্থ ছিলো। তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।

তিনি আরও জানান, আমার বাড়ি থেকে তিনটি গরু ও পাশের বাড়ি  আবুল কাসেমের বাড়ি থেকে একটি ষাঁড় চুরি হয়।

কৃষক আবুল কাশেম বরাত দিয়ে তারা মিয়া বলেন, তিনি একজন দরিদ্র মানুষ। তার সম্বল ছিলো একটি গরু। গরুটি চুরি হওয়ায় তিনি অনেক মর্মাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাত একটা থেকে চারটা পর্যন্ত পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে চুরি রোধ করা সম্ভব।

জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু জানুয়ারিতে

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশের সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রতিনিধি গাজীপুর 

গাজীপুরের কাপাসিয়ার গরু চোর সন্দেহে অজ্ঞাত দুই যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাত ২ টার দিকে অজ্ঞাত চার যুবক এলাকায় ঘুরাঘুরি করছিলো। এ সময় তারা গ্রামের লোকজনের কাছে প্রশ্নের সন্মুখীন হন। পরিচয় জানতে চাইলে ছোটাছুটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে চোর সন্দেহে গণপিটুনিতে দু’জন মারা যান। বাকি দু’জন পালিয়ে যান।

জানা যায়, গত মঙ্গলবার রাতে নামিলা গ্রামের ছামাদ মিয়ার গরু চুরি হয়। একইভাবে উপজেলার অনেক কৃষকের গোয়াল ঘর থেকে নিয়মিত গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকার লোকজন সচেতনতা তৈরি করে।

পুলিশ জানায়, রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ঘুরাঘুরি করার সময় উত্তেজিত জনতার হাতে চোর সন্দেহে ওই দুই জনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। তাদেরকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাত তিনটার দিকে একই গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুন ও প্রতিবেশি কৃষক আক্কাস আলীর ছেলে কৃষক আবুল কাশেম মিয়ার বাড়ি থেকে ৪ গরু চুরির এ ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার সিংহশ্রী ক্যাম্প ইনচার্জ এসআই ইকরামুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোয়াল ঘরে তালা ছিলো না।

ইউপি সদস্য রাবেয়া খাতুনের স্বামী তারা মিয়া জানান, গরু চুরি হওয়ার পর রাবেয়া খাতুন অসুস্থ ছিলো। তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।

তিনি আরও জানান, আমার বাড়ি থেকে তিনটি গরু ও পাশের বাড়ি  আবুল কাসেমের বাড়ি থেকে একটি ষাঁড় চুরি হয়।

কৃষক আবুল কাশেম বরাত দিয়ে তারা মিয়া বলেন, তিনি একজন দরিদ্র মানুষ। তার সম্বল ছিলো একটি গরু। গরুটি চুরি হওয়ায় তিনি অনেক মর্মাহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাত একটা থেকে চারটা পর্যন্ত পুলিশ যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে চুরি রোধ করা সম্ভব।