শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন একই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।

জানা যায়, আমজাদ হোসেন নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (৩১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন একই এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।

জানা যায়, আমজাদ হোসেন নির্মাণাধীন বাড়ির দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।