শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ছবি- সংবাদকর্মী ইকরামুল ইসলাম, তার ভাই কমিরুজ্জামান কবির ও চিহিৃত সন্ত্রাসী আরিকুল ইসলাম।

সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শায় সাংবাদিক ইকরামুল ইসলামের   ওপর হামলা চালিয়েছে চিহিৃত সন্ত্রাসী আরিকুল ইসলাম। এসময় ভাইকে উদ্ধার করতে মেঝ ভাই কমিরুজ্জামান কবির ছুটে আসলে তাকেও হামলা করে রক্তাক্ত জখম করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইকরামুল ইসলাম বাদি হয়ে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হলেও এখনও পর্যন্ত আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

ইকরামুল দৈনিক বাংলাদেশ সমাচার ও স্থানীয় দৈনিক প্রজম্ম একাত্তর পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সংবাদকর্মী ইকরামুল বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের সামনের অবস্থান করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে সন্ত্রাসী আরিকুল তাকে দেখে গালিগালাজ করতে থাকে। এসময় ইকরামুল তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে তার উপর চড়াও হয়ে শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর করে। এসময় তার ভাই কবির ছুটে আসলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসী আরিকুল পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় ইকরামুল ও তার ভাই কবিরকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সন্ত্রাসী আরিকুল ইসলাম শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা। সে পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সর্বশেষ গত ২১ মার্চ রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরিকুলকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করে জেলহাজতে পাঠায়।

এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানা একটি মামলা হয়েছে। হামলাকারীকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এদিকে সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন-  প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ বকুল মাহবুব। এছাড়া দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি শাহজাহান সবুজ, বিডি নিউজের আসাদুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির এমএ রহিম, এটিএন বাংলার আহম্মদ আলি শাহিন, দৈনিক সমকালের সাজেদুর রহমান, দৈনিক মানব জমিনের আল মামুন বাবু, দৈনিক যুগান্তরের কামাল হোসেন, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, নাগরিক টিভির উসমান, ৭১ টিভির মুসলিম উদ্দিন ও এসএ টিভির শেখ নাসির উদ্দিনসহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।

জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

শার্শায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের সময় : ১১:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সংবাদ প্রকাশের জেরে যশোরের শার্শায় সাংবাদিক ইকরামুল ইসলামের   ওপর হামলা চালিয়েছে চিহিৃত সন্ত্রাসী আরিকুল ইসলাম। এসময় ভাইকে উদ্ধার করতে মেঝ ভাই কমিরুজ্জামান কবির ছুটে আসলে তাকেও হামলা করে রক্তাক্ত জখম করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যার পর শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইকরামুল ইসলাম বাদি হয়ে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হলেও এখনও পর্যন্ত আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

ইকরামুল দৈনিক বাংলাদেশ সমাচার ও স্থানীয় দৈনিক প্রজম্ম একাত্তর পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সংবাদকর্মী ইকরামুল বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যামিক বিদ্যালয়ের সামনের অবস্থান করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে সন্ত্রাসী আরিকুল তাকে দেখে গালিগালাজ করতে থাকে। এসময় ইকরামুল তাকে গালিগালাজ করতে নিষেধ করলে সে তার উপর চড়াও হয়ে শারীরিকভাবে চরম লাঞ্ছিত মারধর করে। এসময় তার ভাই কবির ছুটে আসলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসী আরিকুল পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় ইকরামুল ও তার ভাই কবিরকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সন্ত্রাসী আরিকুল ইসলাম শার্শার চটকাপোতা গ্রামের বাসিন্দা। সে পুলিশের তালিকাভুক্ত একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সর্বশেষ গত ২১ মার্চ রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আরিকুলকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিনসহ আটক করে জেলহাজতে পাঠায়।

এব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানা একটি মামলা হয়েছে। হামলাকারীকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এদিকে সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন-  প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ বকুল মাহবুব। এছাড়া দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি শাহজাহান সবুজ, বিডি নিউজের আসাদুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির এমএ রহিম, এটিএন বাংলার আহম্মদ আলি শাহিন, দৈনিক সমকালের সাজেদুর রহমান, দৈনিক মানব জমিনের আল মামুন বাবু, দৈনিক যুগান্তরের কামাল হোসেন, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, নাগরিক টিভির উসমান, ৭১ টিভির মুসলিম উদ্দিন ও এসএ টিভির শেখ নাসির উদ্দিনসহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ।