
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারে বসা কেন্দ্র করে মোফাজ্জল হোসেন (১১) নামে এক কিশোর খুন হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল বাঘবেড় গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। সে প্রাইভাকুরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের ভাই তোফাজ্জল হোসেন বলেন, আমার প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে মোবারক হোসেনের সঙ্গে চেয়ারে বসা কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। ঘটনার একপর্যায়ে আমার ভাই মোফাজ্জল হোসেনকে মারধর করায় ঘটনাস্থলেই সে মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(ময়মনসিংহ প্রতিনিধি 







































