সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুরগি রান্না নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রতীকি ছবি

আড়াইহাজারে শ্বশুর বাড়িতে গোলনাহার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৪ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় রিপনের বাড়িতে মুরগি রান্না নিয়ে তার ভাই আরিফের সঙ্গে ঝগড়ার লাগে। এ সময় রিপনের স্ত্রী গোলনাহারকে তারা মারপিট করলে সে আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু দুই সন্তানের জননী।

নিহতের ভাই আব্দুল হক জানান, ৮ বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান,  তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সিরাজগঞ্জ তাড়াশে কৃষি জমিতে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

মুরগি রান্না নিয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

আড়াইহাজারে শ্বশুর বাড়িতে গোলনাহার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৪ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলনাহার একই গ্রামের মৃত রহিম মিয়ার মেয়ে এবং রিপন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় রিপনের বাড়িতে মুরগি রান্না নিয়ে তার ভাই আরিফের সঙ্গে ঝগড়ার লাগে। এ সময় রিপনের স্ত্রী গোলনাহারকে তারা মারপিট করলে সে আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু দুই সন্তানের জননী।

নিহতের ভাই আব্দুল হক জানান, ৮ বছর আগে তার বোন গোলনাহারের সাথে একই গ্রামের রাজ্জাকের ছেলে রিপনের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। যৌতুকের জন্য এর আগেও কয়েকবার মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান,  তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।