বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার ওষুধ কিনে ফেরার পথে প্রাণ গেল ছেলের

প্রতীকী ছবি

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে ফরিদপুর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম পারভেজ শেখ (৩৮)। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। পারভেজ রাজবাড়ী শহরের সজ্জনকান্দার তিন নম্বর বেড়াডাঙ্গার বাসিন্দা।

নিহত পারভেজের চাচা আনিসুর রহমান বলেন, পারভেজ বাড়িতে ছিল। তার অসুস্থ বাবা হাসপাতাল থেকে আজ বাড়িতে ফিরেছে। পারভেজের ট্রাক আছে। ট্রাকে বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা হয়। বাবার ওষুধ কিনে দিয়ে ট্রাকটি দেখভাল ও চালকের সঙ্গে কথা বলার জন্য সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে পথে কামালদিয়া ব্রীজ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি অবগত ছিলাম না। বিষয়টির খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

বাবার ওষুধ কিনে ফেরার পথে প্রাণ গেল ছেলের

প্রকাশের সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৩ মে) বিকেলে ফরিদপুর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম পারভেজ শেখ (৩৮)। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। পারভেজ রাজবাড়ী শহরের সজ্জনকান্দার তিন নম্বর বেড়াডাঙ্গার বাসিন্দা।

নিহত পারভেজের চাচা আনিসুর রহমান বলেন, পারভেজ বাড়িতে ছিল। তার অসুস্থ বাবা হাসপাতাল থেকে আজ বাড়িতে ফিরেছে। পারভেজের ট্রাক আছে। ট্রাকে বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা হয়। বাবার ওষুধ কিনে দিয়ে ট্রাকটি দেখভাল ও চালকের সঙ্গে কথা বলার জন্য সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে পথে কামালদিয়া ব্রীজ নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুরে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি অবগত ছিলাম না। বিষয়টির খোঁজখবর নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।