
পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী রিনা খাতুন (২৯) খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিনা খাতুন (২৯) রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটক মিলন হোসেন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে।
মিলন মিয়ার বরাত দিয়ে ইপিজেডের শ্রমিক মনসুর মিয়া বলেন, অন্য এক পুরুষের সঙ্গে রিনার সম্পর্ক ছিল বলে দাবি করেন মিলন। ওই সম্পর্কের জের ধরে রিনাকে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মিলন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) রুহুল আমিন বলেন, রোববার সকালে পোশাক কারখানায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন রিনা বেগম। পাকশী ইউনিয়নের ঠাকুরপাড়া ইপিজেড মোড়ের সামনে রিনাকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী মিলন মিয়া। এতে ঘটনাস্থলে রিনার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মিলন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক 







































