
ঢাকাই সিনেমার মন্দার দিনে বসন্তের দোলা দিয়েছিল ‘হাওয়া’ সিনেমা। মেজবাউর রহমান সুমন পরিচালিত এ ছবিতে গুলতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। তিনি শরীফুল রাজ, চঞ্চল চৌধুরীদের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছেন। দেশে-বিদেশে দারুণ সাড়া ফেলে এ সিনেমা ও এর গানগুলো। এরপর অবশ্য প্রত্যাশা অনুযায়ী ব্যস্ততা দেখা যায়নি তুষির। অনেকটাই আড়ালে রয়েছেন।
চলচ্চিত্রে এ নায়িকার উজ্জ্বল সম্ভাবনা দেখছিলেন অনেকে। তবে হাওয়া মুক্তির পর থেকে অনেকটা আড়ালে তুষি। সেই নীরবতা কিঞ্চিৎ ভাঙলেন এ নায়িকা।
সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তুষি। রিমার্ক এলএলসি, ইউএসএ’র অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবির কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাওয়া সিনেমার নায়িকা।
এ প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘লিলির মতো একটি ভার্সেটাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। এখন থেকে লিলির বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশনাল কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’
জানা গেছে, তুষি এখন একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় কাজগুলো নিয়ে এখনই কথা বলতে পারছেন না তিনি। তবে শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
বিনোদন ডেস্ক ॥ 







































