
যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইমরান রশিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইমরান রশিদ। তিনি তার বক্তব্যে সবসময় সাংবাদকর্মীদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি ২১ মে অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক ইমরান রশিদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক ও সাংবাদিক ইমরান রশিদের জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কেটে এবং মিষ্টি খাইয়ে জন্মদিনের উৎসব পালন করা হয়েছে।
ঝিকরগাছা প্রতিনিধি 







































