শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

টেকনাফ থানা

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান।

এর আগে শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি।

জনপ্রিয়

বেনাপোলে বিএনপির নেতার ভাইয়ের মৃত্যু,জানাজায় ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

প্রকাশের সময় : ১১:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান।

এর আগে শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি।