মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট জেনারেল চাকরিচ্যুত

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৪

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর লে. জেনারেল সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এর দুদিন পর গত ৫ সেপ্টেম্বর তাদের ব্যাংক হিসাব স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট লে. জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত আর লে. জেনারেল মো. মজিবুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিনে বদলি করা হয়েছিল। আর গত ১২ আগস্ট ডিজিএফআই মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে।
জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

সেনাবাহিনীর দুই লেফটেন্যান্ট জেনারেল চাকরিচ্যুত

প্রকাশের সময় : ০৮:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর লে. জেনারেল সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এর দুদিন পর গত ৫ সেপ্টেম্বর তাদের ব্যাংক হিসাব স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট লে. জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত আর লে. জেনারেল মো. মজিবুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিনে বদলি করা হয়েছিল। আর গত ১২ আগস্ট ডিজিএফআই মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে।