
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর লে. জেনারেল সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয় বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। এর দুদিন পর গত ৫ সেপ্টেম্বর তাদের ব্যাংক হিসাব স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়।
ঢাকা ব্যুরো।। 







































