
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রহুল আমিন গাজী মারা গেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানতিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের সিনিয়র সাংবাদিক মো. শহিদুল ইসলাম রুহুল আমিন গাজীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ভারপ্রাপ্ত মহাসচিব বাছির জামাল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
ঢাকা ব্যুরো।। 







































