শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

ছবি-সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসচাপায় চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২), পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।

জানা যায়, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মিম মারা যায়। আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তানজিলা ও বিথি মারা যায়। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে।

তবে মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন এ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

প্রকাশের সময় : ০১:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসচাপায় চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২), পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।

জানা যায়, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মিম মারা যায়। আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তানজিলা ও বিথি মারা যায়। পরে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার পরিদর্শক আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে।

তবে মাইক্রোবাসে কতজন যাত্রী ছিলেন এ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।