
লালমনিরহাটের হাতীবান্ধায় গত ৩০ সেপ্টেম্বর বিকেলে এক সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ হওয়ায় হাতীবান্ধা থানায় মামলা নথিভুক্ত না করায় হতাশ মেয়ের পরিবার। জানা গেছে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকার ৯ নং ওয়ার্ডের জেনারুল ইসলামের মেয়ে ইশিতা মনি গত ৩০ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার কথা। কিন্তু বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজ খবর নিয়ে দেখেন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসান আলী কয়েকজন বন্ধুর সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে ভুক্তভোগী মেয়ের দাদা আক্তার হোসেন বাদী হয়ে অপহরনের সাথে জড়িত থাকায় ৫ জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রায় ১২দিন পার হলেও মামলা রেকর্ড না হওয়ায় পরিবারের লোকজন হতাশ হয়ে বিভিন্ন দারেদারে ঘুরছেন। এদিকে আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাঘুরি করলেও পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এব্যাপারে ভুক্তভোগী বাদী আক্তার হোসেন দাবি করে বলছেন মামলা দেওয়ার ১২দিন পার হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যাবস্থা না নেওয়ায় আমরা জানতে পারছেনা আমাদের মেয়ে আছে নাকি অপহরণ করে মেরে ফেলেছে। তিনি আরো বলেন যদি আমার মেয়ের কোন ক্ষতি হয় তাহলে এর জন্য পুলিশ দায়ী থাকবে। হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবী বলেন মামলার আয়ু আমাকে বললে ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ কমিশনার (বি সার্কেল) বিষয়টি শুনেছি দ্রুত ব্যাবস্হা গ্রহন করা হবে।
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি 







































