বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

প্রতিবেশী আসলাম উদ্দিন বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ সোহরাবের পায়ে কামড় দেয়। পরে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ১০:২০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদরের গোপিনাথপুরে সাপের কামড়ে সোহরাব হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। সোহরাব সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সুবহানের ছেলে।

প্রতিবেশী আসলাম উদ্দিন বলেন, সকালে আমি ও শিশুর বাবা কাজে করছিলাম। এ সময় শুনতে পাই বাড়ির উঠানে খেলা করার সময় একটি বিষধর সাপ সোহরাবের পায়ে কামড় দেয়। পরে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।