
রাজবাড়ী বালিয়াকান্দিতে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে আলোচনা সভা ও কমিটি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৭টি ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য বৃন্দ অংশগ্রহণ করে।
সভায় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, নবাবপুর ইউপি সদস্য মো কাবিল উদ্দিন মন্ডল, ইসলামপুর ইউপি সদস্য মুজিবুর রহমান, জামালপুর ইউপি সদস্য খাইরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো কামরুজ্জামান প্রমুখ।
এসময় বক্তৃতা বলেন এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সকল জনগণকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন পত্র, আদালত কর্তৃক প্রেরিত মোকদ্দমা তদন্ত বিরোধ নিষ্পত্তিকরণ ব্যবসায়িক, ট্রেড লাইসেন্স, স্থানীয়ভাবে সালিশসহ বিভিন্ন ধরণের পারিবারিক জটিলতা সমাধানসহ কার্যকর ভূমিকা পালন করে। এ কাঠামো ভেঙ্গে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করলে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ আশাহত হবেন এবং তাদের নাগরিক সেবা ব্যহত হবে।
ইতিমধ্যে আমাদের দাবি আদায়ের লক্ষ্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জন্য আমরা ৯সদস্য বিশিষ্ট করেছি। তারপও মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন থাকবে জনস্বার্থে এ জনপ্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার সবিনয় অনুরোধ জানাচ্ছি।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































