
ইরানের সাবেক ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লেবাননের স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহকে সহায়তা করবে।
তিনি বলেন, ইরানি জাতি এখন পর্যন্ত গাজা ও লেবাননের নিপীড়িত মুসলিম জাতিকে তার সর্বশক্তি দিয়ে সমর্থন করেছে এবং করবে।
তিনি আরও বলেন, আমরা গর্বের সঙ্গে এবং উচ্চস্বরে ঘোষণা করছি যে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সব দিক দিয়ে সহায়তা অব্যাহত রাখব।
লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা সম্পর্কে তার মূল্যায়ন সম্পর্কে জাফারি বলেন, লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ সক্ষম যোদ্ধা এবং বাহিনী দিয়ে সজ্জিত। এমনকি তাদের কমান্ডারদের শহিদ হওয়ার পরেও হিজবুল্লাহ তাদের কমান্ড শক্তিকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। তাদের শক্তি দিয়ে শত্রুদের প্রতিহত করতে সক্ষম হচ্ছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র হিজবুল্লাহ একাকি গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে নৃশংস ও রক্তপিপাসু ইহুদীদের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। এটি হিজবুল্লাহর জন্য সর্বশক্তিমান আল্লাহর রহমত। এই অঞ্চলে ইসলামী উম্মাহর অটল সমর্থনে খুব শিগগিরই শত্রুদের চরম পরাজয় ঘটাবে। সূত্র: মেহের নিউজ
আন্তর্জাতিক ডেস্ক।। 







































