
আর্জেন্টিনায় একটি ১০ তলা হোটেল ধসে একজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন আরও অনেকে।
স্থানীয় কাউন্সিল জানিয়েছে, দেশটির স্থানীয় সময় ২৯ অক্টোবর রাত ১টায় বুয়েনস আইরেসের উপকূলীয় শহর ভিলা গেসেলের দুব্রোভনিক হোটেলের কিছু অংশ ধসে পড়ে। উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ অপসারণ করে আটকেপড়াদের উদ্ধার করতে কাজ করছে।
আটকেপড়াদের সবাই নির্মাণ শ্রমিক। ধসে পড়ার সময় সাত থেকে ৯ জন লোক ভিতরে ছিল বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিনির্বাপক কর্মীরা জীবিতদের সন্ধানে গিয়ে এক নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেছে।
বুয়েনস আইরেস প্রদেশের নিরাপত্তা মন্ত্রী জাভিয়ের আলোনসো সাংবাদিকদের বলেন, ভবন ধসে পড়ে ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা করপোরেশনের অনুমতি ছাড়াই এই প্রকল্পে কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে।
সূত্র: স্কাই নিউজ
আন্তর্জাতিক ডেস্ক 







































