সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১০

ছবি-সংগৃহীত

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে গত সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরবর্তী বিক্ষোভের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও অন্তত ৬৩ জন।বুধবার দক্ষিণপূর্ব আফ্রিকার দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো এ তথ্য জানিয়েছে।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের ধারাবাহিকতায় আরও একটি মেয়াদ পেল।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীপ্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বিক্ষোভগুলো সহিংস ছিল এবং নিরাপত্তা বাহিনী জনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে বাধ্য হয়েছিল।

মেডিকেল অ্যাসোসিয়েশন অফ মোজাম্বিক এবং অর্ডার অফ ডক্টরস অব মোজাম্বিকের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে গুলি চালানোর ৭৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছে। সূত্র: রয়টার্স

জনপ্রিয়

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১০

প্রকাশের সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে গত সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরবর্তী বিক্ষোভের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও অন্তত ৬৩ জন।বুধবার দক্ষিণপূর্ব আফ্রিকার দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো এ তথ্য জানিয়েছে।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের ধারাবাহিকতায় আরও একটি মেয়াদ পেল।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীপ্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।নির্বাচন কমিশন জালিয়াতির অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বিক্ষোভগুলো সহিংস ছিল এবং নিরাপত্তা বাহিনী জনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে বাধ্য হয়েছিল।

মেডিকেল অ্যাসোসিয়েশন অফ মোজাম্বিক এবং অর্ডার অফ ডক্টরস অব মোজাম্বিকের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে গুলি চালানোর ৭৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছে। সূত্র: রয়টার্স