আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়েছে। ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত এই সাতটি অঙ্গরাজ্য হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এগুলোকে একসঙ্গে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটলগ্রাউন্ড’ নামেও ডাকা হয়।

সেই যাত্রায় জয়লাভ করতে শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন কমলা ও ট্রাম্প। জনগণের আস্থা জোগাতে ও ভোট জয়ের আশায় এসব অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন তারা।
চলছে দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট। সর্বশেষ ফলাফল ও জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুতরাং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা বলা সত্যিই কঠিন।
আন্তর্জাতিক ডেস্ক 







































