শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: কিছু অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট

ছবি-বিবিসি বাংলা

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়েছে। ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত এই সাতটি অঙ্গরাজ্য হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এগুলোকে একসঙ্গে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটলগ্রাউন্ড’ নামেও ডাকা হয়।

ইতিহাসে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোর ভোট অন্যতম বড় প্রভাব ফেলে। এবারও এই ভোট বিজয় এনে দিতে পারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

সেই যাত্রায় জয়লাভ করতে শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন কমলা ও ট্রাম্প। জনগণের আস্থা জোগাতে ও ভোট জয়ের আশায় এসব অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন তারা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ট্রাম্প সমর্থক ইলন মাস্কের মতো ধনকুবেররাও। পছন্দের প্রার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন তারকারাও।

চলছে দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট। সর্বশেষ ফলাফল ও জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুতরাং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা বলা সত্যিই কঠিন।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন: কিছু অঙ্গরাজ্যে চলছে আগাম ভোট

প্রকাশের সময় : ১২:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান শুরু হয়েছে। ‘সেভেন সিস্টার্স’ হিসেবে পরিচিত এই সাতটি অঙ্গরাজ্য হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এগুলোকে একসঙ্গে ‘সুইং স্টেট’ বা ‘ব্যাটলগ্রাউন্ড’ নামেও ডাকা হয়।

ইতিহাসে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোর ভোট অন্যতম বড় প্রভাব ফেলে। এবারও এই ভোট বিজয় এনে দিতে পারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।

সেই যাত্রায় জয়লাভ করতে শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন কমলা ও ট্রাম্প। জনগণের আস্থা জোগাতে ও ভোট জয়ের আশায় এসব অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন তারা।

তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ট্রাম্প সমর্থক ইলন মাস্কের মতো ধনকুবেররাও। পছন্দের প্রার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন তারকারাও।

চলছে দোদুল্যমান অঙ্গরাজ্যের ভোট। সর্বশেষ ফলাফল ও জরিপ অনুযায়ী, দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সুতরাং যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা বলা সত্যিই কঠিন।