রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের প্রচারে কমলা-ট্রাম্পের শব্দযুদ্ধ

ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাগবিতণ্ডায় মেতেছেন।

রবিবার (৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে হ্যারিস ও ট্রাম্প একে অপরের খামতি দেখিয়ে মন্তব্য করেছেন।

এ সময় অ্যাটলান্টা, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনার পাশাপাশি মোট সাতটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে নিজের অবস্থান শক্ত করতে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির অভিবাসী নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘কমলা ক্ষমতায় এলে আমেরিকার প্রত্যেকটা শহর একেকটা জঘন্য ও ঝুঁকিপূর্ণ অভিবাসী ক্যাম্পে পরিণত হবে।’

অন্যদিকে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়ে কমলা বলেন, ‘ট্রাম্প মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, যিনি প্রতিহিংসা ছাড়া তিনি কিছুই বোঝেন না। তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যাওয়ার জন্যই ক্ষমতা চাইছেন।’

এ ছাড়া ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়ানক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাগবিতণ্ডার এ ঘটনা আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন। উভয়পক্ষই তাদের যুক্তি ও ব্যঞ্জনার মাধ্যমে নিজের সমর্থন পাকাপোক্ত করতে ব্যস্ত।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফলের জন্যে মুখিয়ে আছে পুরো বিশ্ব। দেখার বিষয়, কমলা এবার দেশটির নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েন, নাকি ২০১৬ নির্বাচনেরই পুনরাবৃত্তি হয়।

জনপ্রিয়

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

শেষ মুহূর্তের প্রচারে কমলা-ট্রাম্পের শব্দযুদ্ধ

প্রকাশের সময় : ১২:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাগবিতণ্ডায় মেতেছেন।

রবিবার (৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে হ্যারিস ও ট্রাম্প একে অপরের খামতি দেখিয়ে মন্তব্য করেছেন।

এ সময় অ্যাটলান্টা, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনার পাশাপাশি মোট সাতটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে নিজের অবস্থান শক্ত করতে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির অভিবাসী নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘কমলা ক্ষমতায় এলে আমেরিকার প্রত্যেকটা শহর একেকটা জঘন্য ও ঝুঁকিপূর্ণ অভিবাসী ক্যাম্পে পরিণত হবে।’

অন্যদিকে ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়ে কমলা বলেন, ‘ট্রাম্প মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, যিনি প্রতিহিংসা ছাড়া তিনি কিছুই বোঝেন না। তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যাওয়ার জন্যই ক্ষমতা চাইছেন।’

এ ছাড়া ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ভয়ানক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাগবিতণ্ডার এ ঘটনা আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন। উভয়পক্ষই তাদের যুক্তি ও ব্যঞ্জনার মাধ্যমে নিজের সমর্থন পাকাপোক্ত করতে ব্যস্ত।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফলের জন্যে মুখিয়ে আছে পুরো বিশ্ব। দেখার বিষয়, কমলা এবার দেশটির নির্বাচিত প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েন, নাকি ২০১৬ নির্বাচনেরই পুনরাবৃত্তি হয়।