মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের বিমান হামলা, আরও ৩১ ফিলিস্তিনি নিহত

ছবি-সংগৃহীত

ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ব্যাপক হামলা শুরু করেছে। সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, ফলে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার (৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার (৩ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানির ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে।

এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে তাদের বাধা দেওয়ার লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাসব্যাপী অভিযান চালাচ্ছে। সূত্র: রয়টার্স

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে হামাস সমর্থক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করে। এরপর থেকেই ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয় হিজবুল্লাহর।

ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১২০০ জন নিহত ও ২৫০ জনের মতো মানুষকে জিম্মি করা হয়।

জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

ইসরায়েলের বিমান হামলা, আরও ৩১ ফিলিস্তিনি নিহত

প্রকাশের সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ব্যাপক হামলা শুরু করেছে। সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, ফলে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৩ হাজার ৩৪০ ছাড়িয়ে গেছে।

আজ সোমবার (৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার (৩ নভেম্বর) গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তাদের মধ্যে প্রায় অর্ধেক প্রাণহানির ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে।

এই অঞ্চলে হামাস পুনঃসংগঠিত হচ্ছে দাবি করে তাদের বাধা দেওয়ার লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেখানে মাসব্যাপী অভিযান চালাচ্ছে। সূত্র: রয়টার্স

এদিকে পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৩৪১ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ২ হাজার ১০৫ জন ব্যক্তিও আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ২৭ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে হামাস সমর্থক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়তে শুরু করে। এরপর থেকেই ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয় হিজবুল্লাহর।

ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১২০০ জন নিহত ও ২৫০ জনের মতো মানুষকে জিম্মি করা হয়।