বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অক্টোবরে ২২৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিজিবির লোগো

গত অক্টোবর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানসামগ্রী জব্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, সীমান্তে অক্টোবর মাসে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানীকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ২৯৮ জন মায়ানমারের নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, অক্টোবরের ওই অভিযানে বিজিবি বিভিন্ন এলাকা থেকে দুটি পিস্তল, তিনটি গান জাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি রিভলবার, তিনটি গ্রেনেড, একটি রকেট বোম্ব, দুটি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি উদ্ধার করে। ওই অভিযানে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ৪৪৪ লিটার বাংলা মদ, ৯৮৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪১২ কেজি গাঁজাসহ আরও নানা মাদক জাতীয় পণ্য।

জব্দকৃত চোরাচালানসামগ্রীর মধ্যে রয়েছে, ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রি-পিস/শার্ট পিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, ২ লাখ ৫০ হাজার ৭২২টি প্রসাধনসামগ্রী, চারটি কষ্টি পাথরের মূর্তিসহ নানা ধরনের চোরাই পণ্য।

জনপ্রিয়

শায়খ সাঈদ আনোয়ার মোবারকী (মা.জি.আ.)-এর দর্শন

অক্টোবরে ২২৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

প্রকাশের সময় : ১২:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

গত অক্টোবর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানসামগ্রী জব্দ করেছে।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, সীমান্তে অক্টোবর মাসে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানীকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ২৯৮ জন মায়ানমারের নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, অক্টোবরের ওই অভিযানে বিজিবি বিভিন্ন এলাকা থেকে দুটি পিস্তল, তিনটি গান জাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি রিভলবার, তিনটি গ্রেনেড, একটি রকেট বোম্ব, দুটি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি উদ্ধার করে। ওই অভিযানে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ লাখ ৯০ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬ হাজার ৫৯৯ বোতল ফেনসিডিল, ২১ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ৪৪৪ লিটার বাংলা মদ, ৯৮৮ ক্যান বিয়ার, ১ হাজার ৪১২ কেজি গাঁজাসহ আরও নানা মাদক জাতীয় পণ্য।

জব্দকৃত চোরাচালানসামগ্রীর মধ্যে রয়েছে, ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪ হাজার ৩০২টি শাড়ি, ১৫ হাজার ২৩টি থ্রি-পিস/শার্ট পিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ২৭ হাজার ৬৫২ মিটার থান কাপড়, ২ লাখ ৫০ হাজার ৭২২টি প্রসাধনসামগ্রী, চারটি কষ্টি পাথরের মূর্তিসহ নানা ধরনের চোরাই পণ্য।