রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৭১

ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

যশোরে রাত্রীকালীন যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। (শুক্রবার) রাত সাড়ে ৩ টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের শরিফুল ইসলামের দুই ছেলে তাসনিম ইসলাম বর্ষণ (২৩) ও নীল ইসলাম প্লাবন (১৯)।

ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, তারা রাত্রীকালীন ডিউটির সময় চাঁচড়া চেকপোস্টের সামনে যান। সেখানে আগে থেকেই একটি মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে ছিলেন তিনজন। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুইভাইকে আটক করা হয়। এসময় প্লাবনের দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া যুবকের খোঁজে রাতেই বেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তাকে পাওয়া যায়নি। ছিনতাই চক্রের সদস্যরা রাত্রীকালীন সময় বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। এবং তাদের টার্গেট বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাই করা। আটক বর্ষণের বিরুদ্ধে এর আগে কোতয়ালী থানায় মাদক ও দ্রুত বিচার আইনে আরো দুইটি মামলা রয়েছে।

জনপ্রিয়

শিল্পা শেঠির আপত্তিকর ছবি-ভিডিও ভাইরাল, নিলেন বড় পদক্ষেপ

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

প্রকাশের সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

যশোরে রাত্রীকালীন যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। (শুক্রবার) রাত সাড়ে ৩ টার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের শরিফুল ইসলামের দুই ছেলে তাসনিম ইসলাম বর্ষণ (২৩) ও নীল ইসলাম প্লাবন (১৯)।

ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, তারা রাত্রীকালীন ডিউটির সময় চাঁচড়া চেকপোস্টের সামনে যান। সেখানে আগে থেকেই একটি মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে ছিলেন তিনজন। পুলিশ দেখে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুইভাইকে আটক করা হয়। এসময় প্লাবনের দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া যুবকের খোঁজে রাতেই বেজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তাকে পাওয়া যায়নি। ছিনতাই চক্রের সদস্যরা রাত্রীকালীন সময় বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। এবং তাদের টার্গেট বাসের যাত্রীদের কাছ থেকে ছিনতাই করা। আটক বর্ষণের বিরুদ্ধে এর আগে কোতয়ালী থানায় মাদক ও দ্রুত বিচার আইনে আরো দুইটি মামলা রয়েছে।