সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মাদকসহ আটক ১

জামালপুরের বকশীগঞ্জে চার কেজি গাঁজাসহ আবুল হাসেম ( ৩৬) নামে এক মাদক কারবারিকে  আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার  ( ১২ ) সকালে বকশীগঞ্জ  বাসস্ট্যান্ড মোড়   থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি  আবুল হাসেম  ( ৩৬)  রৌমারি  উপজেলার আলগারচর   গ্রামের গোলাম রব্বানীর  ছেলে।
বকশীগঞ্জ  থানার  ওসি খন্দকার শাকের আহমেদ  এ তথ্য নিশ্চিত করে জানান, থানা পুলিশের এসআই আনিসুল রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নামের  যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে আবুল হাসেম নামে এক ব্যক্তিকে  আটক করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে রৌমারি   থেকে ঢাকা  মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। আটক  আবুল হাসেমকে  জামালপুর  আদালতে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

বকশীগঞ্জে মাদকসহ আটক ১

প্রকাশের সময় : ০২:১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে চার কেজি গাঁজাসহ আবুল হাসেম ( ৩৬) নামে এক মাদক কারবারিকে  আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার  ( ১২ ) সকালে বকশীগঞ্জ  বাসস্ট্যান্ড মোড়   থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি  আবুল হাসেম  ( ৩৬)  রৌমারি  উপজেলার আলগারচর   গ্রামের গোলাম রব্বানীর  ছেলে।
বকশীগঞ্জ  থানার  ওসি খন্দকার শাকের আহমেদ  এ তথ্য নিশ্চিত করে জানান, থানা পুলিশের এসআই আনিসুল রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নামের  যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে আবুল হাসেম নামে এক ব্যক্তিকে  আটক করে। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করে থানা পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে রৌমারি   থেকে ঢাকা  মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল। আটক  আবুল হাসেমকে  জামালপুর  আদালতে পাঠানো হয়েছে।