মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আলোচিত আশফাকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর সমন্বিত অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আশফাকুল আউয়ালকে হত্যা করা হয়। ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে তাকে গলা চেপে হত্যা করা হয়।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

১০ দলীয় সমঝোতায় সিরাজগঞ্জের তিন আসনে এনসিপির প্রার্থিতা প্রত্যাহার

সিরাজগঞ্জে আলোচিত আশফাকুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ ও র‌্যাব-১ এর সমন্বিত অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আশফাকুল আউয়ালকে হত্যা করা হয়। ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে তাকে গলা চেপে হত্যা করা হয়।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামি কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।