
ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর মাদ্রাসা যিন-নূরাইনের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জাহাঙ্গীরপুর বালুয়া পুকুরপাড় মাদরাসা যিন-নূরাইন ও এলাকাবাসীসহ যুব সমাজের উদ্যোগে ১৩ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) দক্ষিণ- জাহাঙ্গীরপুর বালুয়া পুকুরপাড় জামে মসজিদ ও স্কুল মাঠ প্রাঙ্গনে বাদ-আসর হইতে মধ্যরাত পর্যন্ত,১৩ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন, হযরত মাওলানা. আব্দুল আউয়াল উপদেষ্টা মাদ্রাসা যিন- নূরাইন। দক্ষিণ জাহাঙ্গীরপুর বালুয়া পুকুরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আজিজুল হকের পরিচালনায়:
প্রধান অতিথি ছিলেন, হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান পেশ ইমাম, ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, পরবর্তী-ওয়ায়েজীনে কেরাম, মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিকী সিলেট, মাওলানা মুফতি আমিনুল ইসলাম জিহাদী গাজীপুর, মাওলানা মুফতি সাইফুল ইসলাম আলমগীর কিশোরগঞ্জ, মাওলানা মুফতি নাসির উদ্দিন জাহাঙ্গীরপুরী।
এ সময় বক্তাদের তাফসিরুল কোরআনের বয়ান শুনতে, নান্দাইল উপজেলা ও পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলাসহ ও তার আশেপাশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে কয়েক হাজার মুসুল্লিয়ান জামায়াত হয়ে উক্ত মাহফিলের মাঠটি কানায় কানায় লোকজনে পরিপূর্ণ হয়ে যায়। এবং উক্ত মাহফিল সাফল্যমন্ডিত করে তাফসিরুল কোরআনের বাণী ও বয়ান শোনেন আগত মুসল্লিগন।
মাহফিল পরিচালনায় ছিলেন, মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন আকন্দ প্রতিষ্ঠাতা পরিচালক: মাদরাসা যিন-নূরাইন জাহাঙ্গীরপুর নান্দাইল ময়মনসিংহ।
মাহফিলে আরোও স্থানীয় ওলামায়ে কেরামগণ তাফসির ও বয়ান উপস্থাপন করেছেন। সার্বিক সহযোগিতা তত্ত্বাবধানে ছিলেন, এলাকার সর্বস্তরের জনগণ।
তৌহিদুল ইসলাম সরকার, স্টাফ রিপোর্টার 







































