শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

ছবি-সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে নিষেধ করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

যশোরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

প্রকাশের সময় : ০৯:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে আড্ডা দিতে নিষেধ করায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে নিষেধ করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।