শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১০২

বিডিআর হত্যাকান্ড মামলায় চাকরিচ্যুত সদস্যদের পূণর্বহালের দাবিতে আজ বুধবার যশোরে সকাল ১১ টার দিকে এক  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে  অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুবেদার মো. হুমায়ুন কবির।

মানববন্ধন কর্মসূচিতে  বিডিআর কল্যাণ পরিষদ-এর কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক ওহিদুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবে: আ: সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবি: আ. লতিফ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. সামির হোসেন, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক মো. জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক  রাজু আহমেদ, যশোর সদর উপজেলা সমন্বয়ক  মো. কামরুজ্জামান সহ বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত  বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে  ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় গণহত্যায় যে সব চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে  শহীদ করা হয় তার সুস্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পিলখানা বিডিআর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী যাঁরা এই হত্যাকান্ডে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহবান জানানো হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যে সব নিরপরাধ বিডিআর সদস্য জেল বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সকল চাকরিচ্যুত সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পূনর্বহাল করতে হবে এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারী শহীদ সেনা হত্যা দিবস রাষ্ট্রিয়ভাবে পালন করারও জোর দাবি জানান তারা।

জনপ্রিয়

বছরজুড়ে যা যা করলো ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বিডিআর হত্যাকান্ড মামলায় চাকরিচ্যুত সদস্যদের পূণর্বহালের দাবিতে আজ বুধবার যশোরে সকাল ১১ টার দিকে এক  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে  অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুবেদার মো. হুমায়ুন কবির।

মানববন্ধন কর্মসূচিতে  বিডিআর কল্যাণ পরিষদ-এর কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক ওহিদুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবে: আ: সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবি: আ. লতিফ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মো. সামির হোসেন, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক মো. জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক  রাজু আহমেদ, যশোর সদর উপজেলা সমন্বয়ক  মো. কামরুজ্জামান সহ বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত  বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে  ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় গণহত্যায় যে সব চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে  শহীদ করা হয় তার সুস্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পিলখানা বিডিআর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী যাঁরা এই হত্যাকান্ডে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহবান জানানো হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যে সব নিরপরাধ বিডিআর সদস্য জেল বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সকল চাকরিচ্যুত সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পূনর্বহাল করতে হবে এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারী শহীদ সেনা হত্যা দিবস রাষ্ট্রিয়ভাবে পালন করারও জোর দাবি জানান তারা।