
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, কেরানীগঞ্জের সবাইকে দলমত নির্বিশেষে সন্ত্রাস, চাঁদাবাজির ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষিণ কেরানীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত ,চাঁদাবাজ মুক্ত ও ভূমি দস্যমুক্ত করতে হলে সবাইকে দল-মত নির্বিশেষে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাধারণ গ্রামবাসীকে বিএনপির নেতা কর্মীদের সাথে সহযোগিতা করতে হবে।
চাঁদাবাজ মুক্ত দক্ষিণ কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সচেষ্ট রয়েছে। তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মীরা যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে ,তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বিএনপির যে কোন স্তরের নেতা কর্মীরা কোন ধরনের অন্যায় অপকর্মের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নিপুন রায় চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, দক্ষিণ কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। সুন্দর সমাজ গঠনে বিএনপি নেতাকর্মীরা এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করবে।
তিনি আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা মাঠে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি’র নেতাকর্মীদের আয়োজনে এক সমাবেশে এ কথা বলেন । মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, ভূমি দস্যুমুক্ত দক্ষিণ কেরানীগঞ্জ চাই, এই শিরোনামে আগানগর আমবাগিচা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আরশাদ রহমান শপু, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ঈমান উল্লাহ মাস্তান ,কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, যুগ্ম সম্পাদক হাজী মোস্তাক, আগানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, আগানগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. বাহার, আগানগর ইউনিয়ন যুবদল সভাপতি আরমান উল্লাহ ডাবলু, সাধারণ সম্পাদক মো. সানি, যুবদল নেতা রেজাউল করিম শ্যামল, কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মো. সিরাজ মিয়া প্রমূখ ।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় জনগণ ও বিএনপি নেতা কর্মীরা আগানগর ইউনিয়নে আমবাগিচা মাঠে এলাকার মাদকমুক্ত , সন্ত্রাস মুক্ত, ভূমিদস্য মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিভিন্ন রাস্তায় সন্ত্রাসবিরোধী রালি বের করে ।
অনুষ্ঠান শেষে এলাকাবাসীকে সাথে নিয়ে নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী মিছিল আগানগর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 







































