বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

  • হিলি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১১৪

আটক ভারতীয় নাগরিক।

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আবদুর রহমান (৩৫) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।

আটক ভারতীয় নাগরিক দেশটির বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক

প্রকাশের সময় : ০৪:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দিনাজপুরের হিলি সীমান্ত থেকে আবদুর রহমান (৩৫) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।

আটক ভারতীয় নাগরিক দেশটির বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার শাহাদত হোসেন বলেন, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হিলি সীমান্তের ২৮৫/৯ নম্বর পিলারের পাশদিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ভারতীয় নাগরিক আব্দুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা আটককৃত ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।