
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত বিমানে চড়ে দেশটির রাজধানী দামেস্ক ছেড়েছেন। তার গন্তব্য কোথায় তা এখনো জানা যায়নি।
রবিবার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
সিরিয়ার দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসওএইচআর যুদ্ধ পর্যবেক্ষন সংস্থাও জানিয়েছে, সম্ভবত দামেস্ক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমানে তিনি ছিলেন।
সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার কথা জানানোর কিছুক্ষন পরই প্রেসিডেন্ট আসাদের দামেস্ক ছাড়ার সংবাদ পাওয়া গেছে। তবে, এর আগে তার কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, তিনি এখনো দামেস্কে কাজ করছেন। কিন্তু তখন তাকে সেখানে দেখা যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































