বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিদেশি মদসহ দুই যুবক পুলিশে দিয়েছে জনগণ

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১২০

যশোর অফিস।।

বিদেশী মদসহ ২ যুবককে ধরে পুলিশে দিয়েছে যশোর শহরের উপশহর এলাকা জনগণ। এরা হচ্ছে, ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গায়গাটা থানার চাঁদপাড়া গ্রামের বর্তমানে বাংলাদেশের যশোর সদর উপজেলার শেখহাটি (জামরুল তলা,তারা মসজিদের পাশে) মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মৃত মহন লাল দে’র ছেলে প্রশান্ত ও সদর উপজেলার তপসীডাঙ্গা(পুলেরহাট) এলাকার বর্তমানে সদর উপজেলার বিরামপুর (কালীতলা মুকুল এর বাড়ির ভাড়াটিয়া) তসলিম উদ্দিন মিয়ার ছেলে মোস্তফা ওরফে মুন্না। এ ঘটনায় রোববার ১৫ ডিসেম্বর দুপুরে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্পের এসআই কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন রোববার ১৫ ডিসেম্বর দুপুরে উপশহর সি ব্লক উপশহর ক্লাবের সামনে স্থানীয় লোকজন উল্লেখিত দুই যুবককে সন্দেহ জনকভাবে বিদেশী ৮ বোতল মদসহ আটক করে। পরে পুলিশ সংবাদ পেয়ে সেখানে পৌছে স্থানীয় জনগনের কাছ থেকে ভারতীয় নাগরিক প্রশান্ত ও মুন্নাকে হেফাজতে গ্রহন করে। এসময় তাদের কাছে থাকা ভারতীয় মদ জব্দ করে। গ্রেফতারকৃতদের দুুপুরের দিকে আদালতে সোপর্দ করে।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

যশোরে বিদেশি মদসহ দুই যুবক পুলিশে দিয়েছে জনগণ

প্রকাশের সময় : ০৮:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

যশোর অফিস।।

বিদেশী মদসহ ২ যুবককে ধরে পুলিশে দিয়েছে যশোর শহরের উপশহর এলাকা জনগণ। এরা হচ্ছে, ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গায়গাটা থানার চাঁদপাড়া গ্রামের বর্তমানে বাংলাদেশের যশোর সদর উপজেলার শেখহাটি (জামরুল তলা,তারা মসজিদের পাশে) মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মৃত মহন লাল দে’র ছেলে প্রশান্ত ও সদর উপজেলার তপসীডাঙ্গা(পুলেরহাট) এলাকার বর্তমানে সদর উপজেলার বিরামপুর (কালীতলা মুকুল এর বাড়ির ভাড়াটিয়া) তসলিম উদ্দিন মিয়ার ছেলে মোস্তফা ওরফে মুন্না। এ ঘটনায় রোববার ১৫ ডিসেম্বর দুপুরে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।

উপশহর পুলিশ ক্যাম্পের এসআই কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন রোববার ১৫ ডিসেম্বর দুপুরে উপশহর সি ব্লক উপশহর ক্লাবের সামনে স্থানীয় লোকজন উল্লেখিত দুই যুবককে সন্দেহ জনকভাবে বিদেশী ৮ বোতল মদসহ আটক করে। পরে পুলিশ সংবাদ পেয়ে সেখানে পৌছে স্থানীয় জনগনের কাছ থেকে ভারতীয় নাগরিক প্রশান্ত ও মুন্নাকে হেফাজতে গ্রহন করে। এসময় তাদের কাছে থাকা ভারতীয় মদ জব্দ করে। গ্রেফতারকৃতদের দুুপুরের দিকে আদালতে সোপর্দ করে।