শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার 

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে পাওয়া যায়।.
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা পরিত্যাক্ত পুরাতন এই অস্ত্রটি উদ্ধার করে গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন একদল শ্রমিক। এসময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে।
পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায় অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
তিনি জানান, অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে অস্ত্রের গায়ে কোন লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলি সহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

পঞ্চগড়ে মহানন্দা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার 

প্রকাশের সময় : ০৭:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে পাওয়া যায়।.
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা পরিত্যাক্ত পুরাতন এই অস্ত্রটি উদ্ধার করে গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন একদল শ্রমিক। এসময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে।
পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায় অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
তিনি জানান, অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে অস্ত্রের গায়ে কোন লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলি সহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে।