
শেখ নাছির উদ্দিন: স্টাফ রিপোর্টার:/=
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে ইছামতি নদী থেকে শরিফুল (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
আজ সকাল দশটার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে বিজিবি সদস্যদের খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহত শরিফুল উপজেলার অগ্রভুলোট গ্রামের ইছাহক আলীর ছেলে।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, নিহত শরিফুল ভারত থেকে গরু আনতেন। রোববার তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আজ সকাল দশটার দিকে পাচভুলোট সীমান্তে ইছামতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিজিবি সদস্যদের খবর দেন। মরদেহটি নদীর তীরে আনার পর স্থানীয়রা তাকে চিনতে পারেন।
ওসি জানান, বিজিবি সদস্য ও স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে শরিফুল ভারতে যাওয়া অথবা আসার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই যুবক সোমবার রাতে মাছের রেণু আনতে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, বিএসএফ-এর গুলিতে তিনি নিহত হয়েছেন।
নিজস্ব সংবাদদাতা 







































