
নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর হাওলাদার সাউথখালী ইউনিয়নের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে সাউথখালীসহ পুরো শরণখোলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় জনগণ তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে বলে নেতাকর্মীরা উল্লেখ করেছেন।
নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ 






































