
যশোর প্রতিনিধি।।
যশোরে আরিফ হোসেন(২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্ত। আজ রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহরের ঘোপ বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরিফ ওই এলাকার কালু মিয়ার ছেলে।
হাসপাতালে আহত আরিফ জানান, আজ সন্ধ্যার দিকে তিনি বাড়ির পাশে একটি দোকানের সামনে চা খাচ্ছিলেন। এ সময় ঘোপ নওয়াপাড়া এলাকার তোফাজ্জেলের ছেলে হৃদয় আচমকা সেখানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানান, আহতের ঘাড়ে ও পিঠে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
যশোর প্রতিনিধি।। 







































