
আশরাফুজ্জামান বাবু , স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি’র উদ্যোগে ও ঝিকরগাছা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় রেল স্টেশন চত্বরে হাজারো জনতা এই কর্মসূচীতে অংশগ্রহণ করে।
প্রথমবারের মতো পদ্মাসেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে দ্রুতগামী
‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন ২৪ ডিসেম্বর চলাচল শুরু করেছে। এই ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি। এর মধ্যে আছে এসি কেবিনে আসন ৪৮টি, এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি।
বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া। এ সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।
ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে যাত্রা বিরতি থাকলেও যশোরের গুরুত্বপূর্ণ উপজেলা ঝিকরগাছায় যাত্রা বিরতি না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে এই উপজেলার আপামর জনসাধারণ। যাত্রা বিরতির দাবিতে গত এক সপ্তাহ ধরে সংবাদ সম্মেলনসহ উপজেলা জুড়ে মাইকিং করে মানববন্ধন কর্মসূচী পালনের ডাক দেয় ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে, ঝিকরগাছা উপজেলা বিএনপি, ঝিকরগাছা প্রেসক্লাব, উপজেলা ও পৌর যুবদল, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্ট, উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল, মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতি, মাংস বাজার ব্যবসায়ী সমিতি, মটরপাটস্ ব্যবসায়ী সমিতি, ইউনিটি ক্লাব, নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, আশার আলো সংসদ, মিল মালিক সমিতি, ডিলার মালিক সমিতি, কাচাঁ বাজার সমিতি, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি, ঝিকরগাছা উপজেলা কাজী সমিতি, নারী সামাজিক এসোসিয়েশন, মাছবাজার ব্যবসায়ী সমিতি, যশোর ফুল উৎপাদন ও বিপনন সমিতি, ঝিকরগাছা কমিউনিটি, গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি, যশোর জেলা ট্রাক, ট্রাংলরী (দাহ্য পদার্থ ব্যতিত) শ্রমিক ইউনিয়ন, সাইকেল ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, ষ্টীল ফার্নিচার সমিতি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমী, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, হোটেল মালিক সমিতি, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতি, পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতি, এস কে সুপার মার্কেট দোকান মালিক সমিতি, নিশানা শপিং সিটি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অন্তত ৬০টি সংগঠনের ব্যানারে হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীদের দাবির মুখে বেনাপোল-ঢাকা রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৯মিনিটে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ৫মিনিট যাত্রা বিরতি দেয়। এসময় ট্রেনে থাকা কতৃপক্ষের কাছে একটা স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কতৃপক্ষ আশ্বস্ত করেন যে ঝিকরগাছায় যাত্রা বিরতির বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখবেন।
আশরাফুজ্জামান বাবু , স্টাফ রিপোর্টার: 







































