
ঢাকা ব্যুরো:/=
রাজধানীর কাফরুল থানা এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ৫০ বছরের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) শিশুটির মা বাদী হয়ে কাফরুল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার (১২ জুন) সকালে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটি কাফরুলের একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম তৈয়ব আলী মোল্লা (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকার একটি বাসায় ভাড়া থাকে। গত ৮ জুন সকালে শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজে ও শিশুটির মা গার্মেন্টে গেলে বাড়ির ম্যানেজার তৈয়ব শিশুটিকে কৌশলে পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করে।’
এতে শিশুটি় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপরই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পরিবার।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলাতেই অভিযুক্ত তৈয়ব আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।’
নিজস্ব সংবাদদাতা 







































