
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জানুয়ারী) বুধবার রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাউজান পৌরসভার উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য বিষয়ের উপর নানা কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ও পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১টায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে খাল অবমুক্ত করার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আত্মকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ”তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক সহকারি কমিশনার ভূমি অংছিং মারমা।
এতে আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মাসুম কবির, রাউজান পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারি প্রকৌশলী ওয়াসিম আকরাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শাকুর মিয়া, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া, উপ সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন প্রমুখ।
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: 







































