বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাটাখালী চায়না মার্কেটে পরিবেশগত সংকটাপন্ন প্রাকৃতিক সুরক্ষায় লোকসংঙ্গীত ও পথনাটক অনুষ্ঠিত 

মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলায় কাটাখালী চায়না মার্কেট বাজার কারিতাস মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার  (১৬ জানুয়ারী) বিকাল ০৪ টায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের সহায়তায় মানগ্রোভ থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ও গান অনুষ্ঠিত হয়।
ওক্ত পথ নাটকের মানগ্রোভ থিয়েটার এর পরিচালক রকিবুল ইসলাম রাকিব এর পরিচালনায় নতুন কুড়ি নাটক ও গান পরিবেশিত  হয়।
উক্ত ‘নতুন কুড়ি’ নাটকে মায়ের অভিনয়ে মুক্তি রানী,শিশু শিল্পি অভিনয়ে খুকুমণি ও স্বামীর চরিত্রে রকিবুল ইসলাম অভিনয়  করেন।
এছাড়াও নিপুন রায়, দিবশ্বিস মল্লিক,অবনি সরকার,সন্তোষ মজুমদার,দ্বিবাকার,খুকু মনি,অন্যান্য চরিত্রে অভিনয় করেন।যন্ত্র সংগীতে ছিলেন সুনীল মন্ডল,অশোক মন্ডল ও সঙ্গীত শিল্পী ছিলেন সাথী মৌলিক ও সাগর মৌলিক এবং তপন কর।
পরিবেশগত সংকটাপন্ন ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধার এর জন্য মোংলা উপজেলায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য আহরন ও ব্যাবহার এবং এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিষয়ে সচেতন করার জন্য লোকসংঙ্গীত,পথনাটক অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে যানা যায় সুন্দরবন কিভাবে বাচাতে হবে, প্রাকৃতিক সুরক্ষা,পরিবেশ রক্ষা করতে হবে এই পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃরুহুল আমিন, মোঃ কবির আকন,পরিবেশবীদ মোঃ মারুফ বাবু,যুবনেতা মোঃ রবিউল হাওলাদার,মোঃ বশির হাওলাদার,বীর মুক্তিযুদ্ধা সুভাষ সরকার,নরেন্দ্র নাথ সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ,নারী,শিশু কিশোর,প্রতিবন্ধী ও সরকারী,বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত জাহান(ফিল্ড ম্যানেজার)  সিএনআরএস,নবপল্লব প্রকল্প। এবং অমল বিশ্বাস, রাখী ঢালী,সাদিয়া ইসলাম রিদি,মাহদী হাসান সিএনআরএস এর প্রতিনিধিবৃন্দ।
জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

কাটাখালী চায়না মার্কেটে পরিবেশগত সংকটাপন্ন প্রাকৃতিক সুরক্ষায় লোকসংঙ্গীত ও পথনাটক অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
মারুফ বাবু, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলায় কাটাখালী চায়না মার্কেট বাজার কারিতাস মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার  (১৬ জানুয়ারী) বিকাল ০৪ টায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের সহায়তায় মানগ্রোভ থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ও গান অনুষ্ঠিত হয়।
ওক্ত পথ নাটকের মানগ্রোভ থিয়েটার এর পরিচালক রকিবুল ইসলাম রাকিব এর পরিচালনায় নতুন কুড়ি নাটক ও গান পরিবেশিত  হয়।
উক্ত ‘নতুন কুড়ি’ নাটকে মায়ের অভিনয়ে মুক্তি রানী,শিশু শিল্পি অভিনয়ে খুকুমণি ও স্বামীর চরিত্রে রকিবুল ইসলাম অভিনয়  করেন।
এছাড়াও নিপুন রায়, দিবশ্বিস মল্লিক,অবনি সরকার,সন্তোষ মজুমদার,দ্বিবাকার,খুকু মনি,অন্যান্য চরিত্রে অভিনয় করেন।যন্ত্র সংগীতে ছিলেন সুনীল মন্ডল,অশোক মন্ডল ও সঙ্গীত শিল্পী ছিলেন সাথী মৌলিক ও সাগর মৌলিক এবং তপন কর।
পরিবেশগত সংকটাপন্ন ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধার এর জন্য মোংলা উপজেলায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য আহরন ও ব্যাবহার এবং এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিষয়ে সচেতন করার জন্য লোকসংঙ্গীত,পথনাটক অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে যানা যায় সুন্দরবন কিভাবে বাচাতে হবে, প্রাকৃতিক সুরক্ষা,পরিবেশ রক্ষা করতে হবে এই পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃরুহুল আমিন, মোঃ কবির আকন,পরিবেশবীদ মোঃ মারুফ বাবু,যুবনেতা মোঃ রবিউল হাওলাদার,মোঃ বশির হাওলাদার,বীর মুক্তিযুদ্ধা সুভাষ সরকার,নরেন্দ্র নাথ সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ,নারী,শিশু কিশোর,প্রতিবন্ধী ও সরকারী,বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত জাহান(ফিল্ড ম্যানেজার)  সিএনআরএস,নবপল্লব প্রকল্প। এবং অমল বিশ্বাস, রাখী ঢালী,সাদিয়া ইসলাম রিদি,মাহদী হাসান সিএনআরএস এর প্রতিনিধিবৃন্দ।