বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনা দেখতে পান।
স্থানীয়রা জানান, ব্রিজের নিচে গোসল করতে গিয়ে কয়েকজন পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখেন। পাশাপাশি পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে ভিড় জমায়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সিদ্দিক আলী জানান, নবজাতক দুটি সম্ভবত যমজ এবং তাদের বয়স আনুমানিক ৫-৬ মাস। উভয় নবজাতকই কন্যা শিশু।
কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহগুলোর সুরতহাল শেষে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কারা এই নবজাতকদের ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

কুড়িগ্রামে ব্রিজের নিচ থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে স্থানীয় গ্রামবাসীরা এ ঘটনা দেখতে পান।
স্থানীয়রা জানান, ব্রিজের নিচে গোসল করতে গিয়ে কয়েকজন পলিথিনে মোড়ানো একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখেন। পাশাপাশি পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে ভিড় জমায়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সিদ্দিক আলী জানান, নবজাতক দুটি সম্ভবত যমজ এবং তাদের বয়স আনুমানিক ৫-৬ মাস। উভয় নবজাতকই কন্যা শিশু।
কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহগুলোর সুরতহাল শেষে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কারা এই নবজাতকদের ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে।