
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হাফেজ কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী আরিফ এবং সাধারণ সম্পাদক আইন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মাহমুদুল হক ভূঁইয়া।
আজ বুধবার (২২ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুরআনের হাফেজদের এই সংগঠনের কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি মো. আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকিব আল হাসান, দপ্তর সম্পাদক আব্দুজ্জাহের মেহেদী, প্রচার সম্পাদক আফনান সাবিক, অর্থ সম্পাদক মিসবাহুল আবেদীন তামিম, দাওয়া সম্পাদক:আব্দুল্লাহ মো. মারুফ, ছাত্র কল্যাণ সম্পাদক:মুহাম্মদ রাকিবুল করিম। এছাড়াও কর্মশালা বিষয়ক সম্পাদক মো. আবু সালেহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান, পাঠাগার সম্পাদক মুস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক ফজলুর রহমান খান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কুরআনের হাফেজ শিক্ষার্থীদের সার্বিক সাহায্য, সহযোগিতা, ইসলামি অনুশাসনের প্রতি এর গুরুত্ব ও প্রচার এবং ইসলাম বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে জবি হাফেজ কল্যাণ পরিষদ।
এ বিষয়ে কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হক ভূঁইয়া বলেন, এমন একটি সংগঠন দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ছিল। আল্লাহর অশেষ রহমতে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এর যাত্রা শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। জবি হাফেজ কল্যাণ পরিষদ ক্যাম্পাসের প্রতিটি স্টুডেন্টের কাছে মহিমান্বিত কোরআনের শাশ্বত বাণী পৌঁছে দিয়ে সৎ ও নৈতিকতা সম্পন্ন মানুষ গঠনে নিরলস কাজ করে যাবে ইনশা আল্লাহ। পাশাপাশি ক্যাম্পাসের সকল হাফেজকে ঐক্যবদ্ধ রাখতে এবং তাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জবি প্রতিনিধি 







































