বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছরের সাজা হতে পারে পরিমনির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৯৪

ছবি-সংগৃহীত

অপরাধ প্রমণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে পরীমনির। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর,ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় তার বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩ ও ৫০৬ নম্বর ধারায় চার্জগঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মো. সোহেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরীমণির বিরুদ্ধে ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জগঠন করা হয়েছে। এ দুটি ধারার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারলে সর্বোচ্চ তিন বছরের সাজা হবে। এর মধ্যে ৩২৩ ধারার সেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ ২ বছরের সাজা হতে পারে। এ ক্ষেত্রে আদালত চাইলে কিছু কম শাস্তি দিতে পারে। আমরা চাইবো সর্বোচ্চ শাস্তি যেন হয়।

এদিন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে পরিমণির আইনজীবী সময় আবেদন করেন। আদালত নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

জনপ্রিয়

ঘন-ঝলমলে চুল পেতে করণীয়

তিন বছরের সাজা হতে পারে পরিমনির

প্রকাশের সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

অপরাধ প্রমণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে পরীমনির। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর,ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় তার বিরুদ্ধে দন্ডবিধির ৩২৩ ও ৫০৬ নম্বর ধারায় চার্জগঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৬ জানুয়ারি) বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মো. সোহেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরীমণির বিরুদ্ধে ৩২৩ ও ৫০৬ ধারায় চার্জগঠন করা হয়েছে। এ দুটি ধারার অভিযোগ আদালতে প্রমাণ করতে পারলে সর্বোচ্চ তিন বছরের সাজা হবে। এর মধ্যে ৩২৩ ধারার সেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ ১ বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ ২ বছরের সাজা হতে পারে। এ ক্ষেত্রে আদালত চাইলে কিছু কম শাস্তি দিতে পারে। আমরা চাইবো সর্বোচ্চ শাস্তি যেন হয়।

এদিন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে পরিমণির আইনজীবী সময় আবেদন করেন। আদালত নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।