
পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে ৭৪ দিন পরে কবর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদিয়ে পুলিশের গুলিতে নিহত সুমনের (২১) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ করবস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, আদালতের নির্দেশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করে ফরেনসিক পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ 






































